সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাশেদ মিয়া (২৪) নামে এক চোরাই তেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
রাশেদ ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর এলাকার আলাউদ্দিন ফিডারের ছেলে।
জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই চোরাই তেলের ব্যবসা করতেন রাশেদ। সোমবার গভীর রাতে একদল ছিনতাইকারী তার দোকানে এসে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা রাশেদকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে যায় পরে তাকে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ দিকে স্থানীয় এক তেল ব্যবসায়ী কামাল হোসেন জানান, তারা সবাই ছিনতাইকারী। তারা সবসময় ছিনতাই করে টাকা-পয়সা লুটে নেয়। না দিতে চাইলে মারধর করে। রাত ১০টার পর থেকেই তাদের আনাগোনা বেশি দেখা যায়। আমরা বিদেশি মানুষ তারা কারা তাদেরকে চিনি না।
ভূলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন ঘটনাটি সঠিক কিন্তু ছিনতাইকারীর ছুরিকাঘাতে না। হয়তো তার সাথে কারো টাকা-পয়সার লেনদেন ছিল, তা নিয়েই ঘটনার সূত্রপাত হতে পারে। তদন্তের পর আসল রহস্য বেড়িয়ে আসবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড