মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরে নয়শ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোলড়া এলাকার মৃত সাইদুল্লাহ ওরফে শহিদুল্লাহ খন্দকারের ছেলে মো. তৌকির আহম্মেদ ওরফে খন্দকার তৌকির (৩২) ও ঘোনাপাড়া এলাকার মৃত মজিবরের ছেলে মো. জাহিদ (৩৫)। এ ঘটনায় খন্দকার উজ্জল নামে এক আসামি পালিয়ে যায়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেছেন, শনিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মধ্য সিংগাইর পলাতক আসামি খন্দকার উজ্জলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে দুইজন গ্রেফতার হলেও মধ্য সিংগাইরের খন্দকার আল মামুন খসরুর ছেলে খন্দকার উজ্জল (৩৯) পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বলেন, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড