মোহাম্মদ আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার (বান্দরবান)
বান্দরবানে হত্যা মামলায় এক পাহাড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া আসামির উপস্থিতিতে এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম মংছাচিং মারমা। তারবাড়ি লামা উপজেলার ত্রিশডেবা পাড়ায়।
মামলার বিবরণীতে জানা যায়- লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরুংঝিরির আগা নামকস্থানে ধারালো অস্ত্রের আঘাতে মাংরক ম্রো'কে হত্যা করা হয়। ২০১৭ সালের পহেলা আগস্ট নিহতের পুত্র মেনতাম ম্রো বাদী হয়ে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ভিন্ন ভিন্ন ধারায় আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ডের আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, ছয় বছর আগের একটি হত্যা মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একি সাথে হত্যার পর লাশ পাহাড়ি ঝিরিতে ফেলে দিয়ে মামলার আলামত লুকানোসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড