• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ফজরের নামাজ পড়তে গিয়ে শিয়ালের কামড়ে ৩জন আহত 

  নাসিম আজাদ, পলাশ (নরসিংদী)

৩০ অক্টোবর ২০২২, ১৩:৩৪
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শিয়ালের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদীর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রবিবার (৩০ অক্টোবর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

৯ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজন ও স্থানীয়রা জানান, আজ ভোরে করতাতৈল গ্রামের খালপাড় নামক স্থানের বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বের হয় নজরুল ইসলাম ভূট্রো (৩৫)। এ সময় রাস্তায় বের হলে হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড়ে আহত করে। পরে সকাল ৬টার দিকে মোহাম্মদ শাকিব মিয়া (১০) নামে এক শিশুকে ও সকাল ৭টার দিকে মোঃ নুরুল ইসলাম (৩৮) কে কামড়ে আহত করে।

আহত নজরুল ও নুরুল ইসলামের চাচাত ভাই মোঃ বিল্লাল হোসেন জানান, হঠাৎ একটি শিয়াল এসে আজ ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। পরে চিকিৎসার জন্য পলাশ ও নরসিংদীর হাসপাতালে তাদের পাঠানো হয়।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিয়ালের কামড়ে আহত মোহাম্মদ শাকিব মিয়া নামে একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড