নাসিম আজাদ, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শিয়ালের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদীর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রবিবার (৩০ অক্টোবর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
৯ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজন ও স্থানীয়রা জানান, আজ ভোরে করতাতৈল গ্রামের খালপাড় নামক স্থানের বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বের হয় নজরুল ইসলাম ভূট্রো (৩৫)। এ সময় রাস্তায় বের হলে হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড়ে আহত করে। পরে সকাল ৬টার দিকে মোহাম্মদ শাকিব মিয়া (১০) নামে এক শিশুকে ও সকাল ৭টার দিকে মোঃ নুরুল ইসলাম (৩৮) কে কামড়ে আহত করে।
আহত নজরুল ও নুরুল ইসলামের চাচাত ভাই মোঃ বিল্লাল হোসেন জানান, হঠাৎ একটি শিয়াল এসে আজ ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। পরে চিকিৎসার জন্য পলাশ ও নরসিংদীর হাসপাতালে তাদের পাঠানো হয়।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিয়ালের কামড়ে আহত মোহাম্মদ শাকিব মিয়া নামে একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড