• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ৩২ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

আ. লীগের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল বকশীগঞ্জ

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

২৯ অক্টোবর ২০২২, ১৬:৪৩
আ. লীগের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল বকশীগঞ্জ

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা আ. লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিলক্ষিয়া ইউনিয়ন আ. লীগের বহিষ্কৃত সভাপতি সাইফুল ইসলাম খোকাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে বকশীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি ও তার সহযোগীদের বিচারের দাবিতে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এরপর মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আগা সায়ুম, নিলক্ষিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, পৌর মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে উপজেলা আ. লীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার ভাইসহ সহযোগীদের বহিষ্কার ও বিচারের দাবি জানান।

অপর দিকে বিকালে উপজেলা আ. লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আ. লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আ. লীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার ভাই উপজেলা আ. লীগের সহ সভাপতি ও নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আ. লীগের সহ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় প্রমুখ।

এ সময় বক্তারা উপজেলা আ. লীগের সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড