মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের উওর পাড়ার হাজী বাড়ীর দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে ঘটে।
ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, রাত সাড়ে এগারোটার সময় স্থানীয় কিছু লোক আমাকে বিষয়টি জানালে তাৎক্ষনিকভাবে আমি উপজেলা প্রশাসনকে অবগত করে লোকজন নিয়ে ঘঠনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। একটি বসতঘর আগুনে পুরোপুরি পুড়ে গেছে বাকি একটি ঘর আংশিক পুড়ছে। এতে দুটি বসতঘরের আনুমানিক আট থেকে নয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী মো. ফজল মিয়ার দুই ছেলে মো. হিরণ ও মো. জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিসংযোগটির সূত্রপাত হয়। এতে আমাদের দুই ভাইয়ের বসতঘর আসবাবপত্র ও নগদ টাকাসহ মোট নয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের কাছে নিকট জানতে চাইলে তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া বসতঘর গুলো আমি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের হাতে তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নগদ অর্থ সহায়তা করেছি। জেলা প্রশাসকে অবগত করে আরও সহায়তা প্রধান করা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড