মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়ন লক্ষণপুর বাজারে ড্রাম বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (১৫ অক্টোবর) আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে লক্ষপুর মাদরাসা রোডের উত্তর পার্শ্বে মেসার্স ইমরান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুবেল (৩৮) একজন অটোরিকশা চালক। তিনি সরসপুর ইউনিয়ন ভাউপুর গ্রামের মো. ওসমান মিয়ার (৬০) ছেলে।
নিহত রুবেলের রিকশায় করে তার পার্শ্ববর্তী মো. খোকন মিয়ার ছেলে মো. ফয়সাল হোসেন একটি খালি ড্রাম কাটার জন্য লক্ষনপুর বাজারে ইমরানের ওয়ার্কশপে নিয়ে আসেন।
ওয়ার্কশপের অনভিজ্ঞ কর্মচারীরা ড্রামটির মুখ না খুলে গ্যাস ওয়াললিং দিয়ে ড্রামটি কাটতে চাইলে ড্রামটি তাৎক্ষণিক বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে রুবেলের মৃত্যু হয়। এতে ড্রামের মালিক ফয়সাল আহত হন।
মেসার্স ইমরান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মো. তাজুল ইসলাম তার কর্মচারীদের সাথে মোটোফোনে যোগাযোগ করতে চাইলে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। থানায় কেউ কোনো বাদীত্ব না রাখায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড