• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

'তাঁতশিল্প আধুনিকায়নে কাজ করছে সরকার'

  তানভীর লিটন, স্টাফ রিপোর্টার, খোকসা-কুমারখালী (কুষ্টিয়া)

০৬ অক্টোবর ২০২২, ২২:৫১
'তাঁতশিল্প আধুনিকায়নে কাজ করছে সরকার'

ঐতিহ্যবাহী তাঁতশিল্প আধুনিকায়ন করতে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন এমপি সেলিম আলতাফ জর্জ। ঐতিহ্যবাহী তাঁতশিল্পের জন্য বিখ্যাত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তাঁতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষে তাঁতিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী তাঁতশিল্প অনেকটায় বিলুপ্তির পথে। তাই সরকার এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁতশিল্পকে আবার বিশ্ব বাজারে পরিচিত করতে শিল্পের আধুনিকায়নে কাজ চলছে। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি বেসিক পয়েন্টে আধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে।

এ সময় এমপি জর্জ কুমারখালী বেসিক পয়েন্টের কিছু অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং যত দ্রুত সম্ভব বেসিক পয়েন্টে পরে থাকা আধুনিক যন্ত্রপাতি কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে কুমারখালীতে ৪৯ জন তাঁতিদের মাঝে ২৯ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক প্রদান করেন এমপি জর্জ। বৃহস্পতিবার সকালে চলতি মূলধন ও তাঁতের আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতায় কুমারখালী তাঁতবোর্ড চত্বরে তাদের হাতে চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমারখালী তাঁতবোর্ডের ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, রানা টেক্সটাইল মিলের সত্ত্বাধিকারী মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিকসহ প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড