• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

সড়কে ঝরল যুবলীগ নেতাসহ দুই প্রাণ

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

০৫ অক্টোবর ২০২২, ১০:১২
সড়কে ঝরল যুবলীগ নেতাসহ দুই প্রাণ
সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগ নেতা আব্দুল আলিম তারা (ফাইল ছবি)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সচিব আব্দুল আলিম তারা (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল আলিম তারা মেরুচর ইউনিয়নের মধ্য খেওয়ারচর গ্রামের মৃত দৌলত হোসেন দালানের ছেলে।

জানা গেছে, নিহত আব্দুল আলিম তারা ইসলামপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর উঠার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলর সাথে সংঘর্ষ হয়।

অপর দিকে একই দিনে রাত নয়টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় হাইওয়ে থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত আবুল হোসেন পৌর এলাকার চন্দের বনে গ্রামের মৃত তছিম উদ্দিন ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হোসেন রাত নয়টার দিকে বাড়ী থেকে বাই সাইকেল যোগে বকশীগঞ্জ বাজারের আসার পথে পেছন থেকে মোটর সাইকেল ধাক্কা দেয় গুরুত্বর অবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আতাউর রহমান দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড