• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বিদ্যালয়ে শিক্ষক সংকটে ১৭টি ল্যাপটপ নষ্ট হওয়ার আশঙ্কা

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০২ অক্টোবর ২০২২, ১৬:৩৯
বিদ্যালয়ে শিক্ষক সংকটে ১৭টি ল্যাপটপ নষ্ট হওয়ার আশঙ্কা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে শেখ রাসেল ডিজিটাল ল্যাব অচলাবস্থা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক ও অপারেটর না থাকায় ব্যবহার না হওয়ায় ১৭টি ল্যাপটপ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২১-২০২২ অর্থ বছরের সেপ্টেম্বর মাসে রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। সেখানে বিদ্যালয়টির প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থীকে কম্পিউটার ব্যবহারে এগিয়ে নিতে দেওয়া হয় ১৭টি ল্যাপটপ। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক ও অপারেটর না থাকায় চালু করা যাচ্ছে না শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছারোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থাকলেও আইসিটি শিক্ষক ও কম্পিউটার ল্যাব অপারেটর নেই। এ দুটি পদের মধ্যে আইসিটি শিক্ষক নিয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের জন্য আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু পরিবেশ প্রতিকূলে থাকায় আমরা নিয়োগ সম্পন্ন করতে পারি নাই। বর্তমানে ম্যানেজিং কমিটি নেই, ম্যানেজিং কমিটি গঠন করে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দিলে তখন শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরোপুরি সচল হবে।

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, চলতি বছরের গত ২৪ জুলাই শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের পরীক্ষার দিন ধার্য্য করা হয়। কিন্তু পরীক্ষার দিন একটি কুচক্রী মহল অন্যায় ভাবে নিয়োগ বাতিলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তার হস্তক্ষেপে নিয়োগ স্থগিত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এর কিছুদিন পর আমার মেয়াদ শেষ হবার কারণে নিয়োগ সম্পন্ন করতে পারি নাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী জানান, রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এনটিআরসি থেকে আইসিটি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এখানে যোগদান করেননি। পরে আবারও একই পদে শিক্ষকদের চাহিদা চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বিদ্যালয়টিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের পরীক্ষা নেওয়ার দিন স্থানীয়রা বিশৃঙ্খলা করলে নিয়োগ স্থগিত করা হয়। যেহেতু ওই বিদ্যালয়ে এখন ম্যানেজিং কমিটি নেই, দ্রুততম সময়ের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন করে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড