• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ভারতীয় চকলেট-বিস্কুটসহ দুই চোরাকারবারি আটক

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৬
ভারতীয় চকলেট-বিস্কুটসহ দুই চোরাকারবারি আটক
ভারতীয় চকলেট-বিস্কুটসহ আটককৃত চোরাকারবারিরা (ছবি : অধিকার)

কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও বিস্কুটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোতালেব (২২) এবং গাজীপুরের পূর্ব টঙ্গীর মধ্য আরিচপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সোলেমান বাদশা শাহীন (৩১)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাটালমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ১০ হাজার ১৪৫টি কিটক্যাট চকলেট, ১৪ হাজার ৯৬০টি ফাইভস্টার চকলেট এবং ১৫ হাজার ৬৩০টি ভারতীয় ওরিও বিস্কুট জব্দ করা হয়।

এ সময় চোরাচালানে জড়িত থাকায় ওই দুই ব্যক্তিকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশি চকলেট ও বিস্কুট এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

উল্লেখ্য, উদ্ধার হওয়া পণ্য এবং আটক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড