সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুরে ছয় গ্রাম হেরোইন ও পঞ্চাশ পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার স্থলবাড়ী উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড