মো. শাকিল শেখ, আশুলিয়া (ঢাকা)
ঢাকার আশুলিয়ায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসনাত আজাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করায় গন সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট ধলপুর এলাকায় সংবর্ধনাটি দেয়া হয়।
এ সময় আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আয়োজনটির সঞ্চালনা করেন- আশুলিয়া থানা জাতীয় যুব-সংহতির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুব নেতা মো. জিল্লুর রহমান, শ্রমিক নেতা আল কামরান, জাতীয় পার্টির ইয়ারপুর ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম, আশুলিয়া থানা সৈনিক পার্টির সভাপতি ডা. মোহাম্মদ আলী।
আবুল হাসনাত আজাদ বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির সরকারের সময় ভালো ছিল। এখন দেশের মানুষ ভালো নেই।দেশে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। দেশে দুর্নীতি ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
এ সময় কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামসহ সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করা হয়।
আয়োজনটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানার যুব-সংহতির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুব নেতা ডা. রবিউল হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মো. শাহাদাৎ হোসেন স্বপন, মো. ইউনুস, মো. জাহাঙ্গীর আলম, মো. রুবেল আহম্মদ, মো. রফিক মিয়া, মো. সোহেল, টুনি বাবু, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা মো. রানা, আমিরুল ইসলাম চৌধুরী শিশির, ছাত্র নেতা মো. মনির হোসেন, মো. জয়সহ প্রমুখ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড