• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

সৎ বাবা ও মায়ের পাশবিকতার বলি শিশু শিক্ষার্থী

  সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২
সৎ বাবা ও মায়ের পাশবিকতার বলি শিশু শিক্ষার্থী
শিশুর মরদেহ (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৌসিফ (১১) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সৎ বাবা ও মা মিলে শিশুটিকে হত্যা করেছে বলে অভিযোগ আসল বাবার। যদিও শিশুটির মায়ের দাবি, তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকেই সৎ বাবা জুলহাস মিয়া পলাতক রয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিমুলিয়া এলাকায় ঘটে এ ঘটনা। তৌসিফ উপজেলার পাইস্কা এলাকার জামাল উদ্দিনের ছেলে। তৌসিফ জনতা স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে।

জামাল উদ্দিন জানান, গত ২০০৮ সালে পাইস্কা এলাকার আব্দুর রহমানের মেয়ে শিলা আক্তারকে বিয়ে করেন জামাল উদ্দিন। এরপর তাদের সংসারে তৌসিফ নামের এক ছেলে সন্তান হয়।

গত এক বছর আগে শিলা আক্তার জামাল উদ্দিনের বোন আমেনা আক্তারের স্বামী জুলহাস মিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। আমেনার সংসারে ৩টি মেয়ে রয়েছে। এক পর্যায়ে জামাল উদ্দিনকে ডিভোর্স দিয়ে শিলা আক্তার জুলহাস মিয়াকে নিয়ে পালিয়ে যান এবং বিয়ে করেন। বিয়ে করার পর জামাল উদ্দিনের বোন আমেনা আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। প্রথম স্ত্রীর দেয়া ওই মামলায় জুলহাস মিয়া জেলও খাটেন।

এরপর আদালত থেকে জামিনে এসে ৩ কন্যা সন্তানসহ আমেনা আক্তারকে জুলহাস মিয়ার পাইস্কার বাড়িতে রাখেন। আর দ্বিতীয় স্ত্রী শিলা আক্তারকে শিমুলিয়া এলাকার শাকিল মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন। জামাল উদ্দিন একমাত্র সন্তানকে নিজের কাছে রাখতে চাইলেও সাবেক স্ত্রী শিলা আক্তার নিজের কাছে (শিমুলিয়া এলাকার ভাড়া বাড়িতে) রেখে দেন।

জামাল উদ্দিন অভিযোগ করে আরও জানান, রাত অনুমান সোয়া ৮টার দিকে তার ছেলে তৌসিফকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখে মা শিলা আক্তার ও সৎ বাবা জুলহাস মিয়া। পরে জামাল উদ্দিনের বাড়িতে লাশ নিয়ে এসে বলা হয় ছেলে তৌসিফ আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে তৌসিফের মা শিলা আক্তার জানান, তিনি সন্ধ্যায় কাঞ্চন বাজারে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ওইখানে পরীক্ষা নিরীক্ষা করতে দেরি হয়। সাড়ে ৮টার দিকে শিলাকে খবর দেয়া হয় ছেলে তৌসিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এ ঘটনায় তিনিসহ সৎ বাবা জুলহাস মিয়া জড়িত নয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি/তদন্ত) হুমায়ুন কবির বলেন, এটি হত্যা না আত্মহত্যা এখন বলতে পারছি না। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় শিশুর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যার অভিযোগ এনে অভিযোগ দিয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড