সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে খুর্শিদ মহল সেতু সংলগ্ন পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাঁকচূড়া গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসিন (৭), একই গ্রামের রাহাত মিয়ার ছেলে সিফাত (১৩) এবং হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের শামীম (৩২)।
এদের মধ্যে সিফাত ও ইয়াসিন সম্পর্কে চাচা ভাতিজা এবং নিহত শামীমের ২৫ সেপ্টেম্বর প্রবাসে চাকুরির জন্য ওমান যাওয়ার জন্য দেশ ছাড়ার কথা ছিল।
জানা যায়, গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রাম তীরবর্তী ব্রহ্মপুত্র নদে লাখো মানুষের উপস্থিতিতে নৌকাবাইচ প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছোট নৌকায় উঠে নৌকাবাইচ উপভোগ করার সময় বাইচের একটি নৌকার সাথে ধাক্কা লাগায় নৌকাটি ডুবে এ তিনজন নিখোঁজ হন।
নৌকাডুবিতে এ তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। যদিও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকেই উদ্ধার সম্ভব হয়নি। এরপর বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড