কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় ও মাসিক আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন- দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে- দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জুম ক্লাউডের মাধ্যমে সভায় সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, সভায় উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, কৃষকদের সঠিক দামে যথাসময়ে সার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড