আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার (গাজীপুর)
গাজীপুর সিটি করপোরেশনের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১২ কোটি টাকার সরকারি সম্পদ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, গাজীপুরে সরকারি জমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মহানগরীর হাসপাতাল রোডের এ মূল্যবান সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
তিনি জানিয়েছেন, জয়দেবপুর মৌজায় উচ্ছেদকৃত ৩৬ শতাংশ খাস জমিতে নানা স্থাপনা নির্মাণ করে অবৈধ দখলদাররা দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। পুনরুদ্ধারকৃত সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড