এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মিয়া বাড়ি সংলগ্ন হাওর থেকে কালা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাওর থেকে তার লাশ উদ্ধার করে দোয়ারাবাজারে থানা পুলিশ। নিহত কালা মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন মৃধার ছেলে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মিয়া বাড়ি সংলগ্ন হাওরে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে মৃতদেহ প্রেরণ করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, নিহতের পাশে মারশাল কীটনাশক পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড