জে রাসেল, ফরিদপুর
ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের কারণে এক লক্ষ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৯ সেপ্টেম্বর) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তাদের নিকট থেকে লিভারের টেস্ট SGPT, PNS ও Neck X-ray সহ বিভিন্ন সেবার মূল্য প্রদর্শিত ধার্য্যমূল্য থেকে অনেক বেশি নেয়া, প্যাথলজিতে বিভিন্ন টেস্টে ব্যবহৃত রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ হওয়া, এসব রি এজেন্ট যথাযথভাবে সংরক্ষণ না করা এবং প্যাথলজিস্ট ডাক্তারের পূর্বে স্বাক্ষর করা ২৮২টি রিপোর্ট প্যাড জব্দ করা সহ প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২টি ধারায় মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড