• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ৩২ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

সাংবাদিক হামলায় জড়িতদের ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী

১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭
সাংবাদিক হামলায় জড়িতদের ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ থেকে এ সময় বেঁধে দিয়ে বক্তারা বলেন- সাংবাদিকদের উপর হামলার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আর এই নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীরা যদি না গ্রেফতার হয় তাহলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাওসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, লিয়াকত আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব কালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এটিএন নিউজের দুই সাংবাদিক। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু মামলা করার পরেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড