নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘি উপজেলার মহাসড়ক থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুর রহমানের ছেলে রায়হান ইসলাম (২৫) ও শামসুর রহমানের ছেলে শামীম হোসেন (২০)
আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কয়েকজন মাদক কারবারি আদমদীঘি সোনালী ব্যাংকের সামনে মহাসড়কের পাশে অবস্থান করে গাঁজা বিক্রয় করছে; এমন গোপন সংবাদে থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারি দুই আসামিকে রবিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড