শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে টমটম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মো. সাকিব (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউপির ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার অভ্যন্তরীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. সাকিব বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার টুনা মিয়া সাওদাগরের বাড়ির মোজাম্মেল হকের ছেলে। সে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্ধুদের নিয়ে দুষ্টামি করে টমটম গাড়িতে উঠে তারা চার থেকে পাঁচজন। টমটম নিয়ে ঘুরাঘুরিতে এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তারা। এতে মো. সাকিব নামে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় অন্যান্যরা কোনো আঘাতপ্রাপ্ত হয়নি।।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাকিবের মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। রক্তক্ষরণ হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড