• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০  |   ২৮ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেহ নেই: চীফ হুইপ

  আবু সালেহ মুছা, শিবচর (মাদারীপুর)

১৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১
চীফ হুইপ

বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আজ শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে কৃষি,মৎস ও প্রাণী সম্পদ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা রাজনীতি নিয়ে কথা বলে তাদেরকে আমাদের জানা আছে। তাদের ক্ষমতাও আমরা দেখেছি। ৮৬'র নির্বাচন দেখেছি, ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনও আমরা দেখেছি। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউই নাই।

প্রাণী সম্পদের বিষয়ে চিফ হুইপ বলেন, আমরা দ্রুত ঢাকার সাথে বাজার তৈরি করবো। অল্প সময়ের মধ্যে আমরা মালামাল পরিবহন করতে পারবো। কৃষিতে শিবচরে ভালো উৎপাদন হয় পেঁয়াজ এবং পাট। এ দুটোই দামি ফসল। কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রায় ৪ শ'র উপর দুগ্ধ খামার হয়ে গেছে। তাছাড়া ইলিশের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এ সম্পদ রক্ষায় কঠোরভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এ বছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময় আমরা পার করেছি। বিনামূল্যে ভ্যাকসিনের জন্য আমাদের ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। যুদ্ধ এখনও চলমান রয়েছে। ডলারের দাম বেড়ে যাচ্ছে। আগামী দিনে পৃথিবীতে কি হবে তা কেউ বলতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশেই জীবনযাত্রার অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই তুলনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভালো আছি।

শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অন্যরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড