• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

দুর্গম সাজেকে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

  মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪
দুর্গম সাজেকে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীরা (ছবি : অধিকার)

সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম অঞ্চল বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় এবারই প্রথম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সাজেকের দুর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে । নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী ও অভিভাবক মহলেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো এতে ছাত্র ছাত্রীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো, বিশেষ করে ছাত্রীদের রাখার বেপারে অনেক সমস্যা হতো, সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হয়েছে। একেবারে ঘরের উঠানে পরীক্ষা দেয়ার মতো।

মৈত্রী ত্রিপুরা নামে একজন পরীক্ষার্থী বলেন, আগে উপজেলা সদরে বাসা ভাড়া করে পরীক্ষা দিতে হতো এখন বাড়িতে থেকে পরীক্ষা দিতে পারছি এতে আমাদের কষ্ট, টাকা, সময় সবকিছু বাঁচবে সেনাবাহিনী ও শিক্ষামন্ত্রীকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী (পিএসসি), এসময় তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে তিনি বলেন, পাহাড়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের একটি অংশ হিসেবে সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে; এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। পাহাড়ে সেনাবাহিনী উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সেই কাজই করছে।

উল্লেখ, যে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়টি তৎকালীন জোন কমান্ডার লে. কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএসসি, ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সার্বিক সহযোগিতায় ১৯৯২ সালে বাঘাইহাট জুনিয়র হাই স্কুল নামে অত্র স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তারপর ১৯৯৯ সালে তৎকালীন জোন কমান্ডার লে. কর্নেল আবু সোহেল পিএসসি, ১ ইস্ট বেঙ্গল এর সার্বিক সহযোগিতায় সরকারি এমপিও ভুক্তকরণ হয়।

পরবর্তীকালে তৎকালীন জোন কমান্ডার লে. কর্নেল মো. মুহসিন আলম, পিএসসি, ১৪ বীর এর সার্বিক সহযোগিতায় ২০১০ সালে জেএসসি পরীক্ষার কেন্দ্র অনুমোদন হয়। বর্তমান জোন কমান্ডার- লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, ৬ ইস্ট বেঙ্গল এর সার্বিক সহযোগিতায় ২০২২ সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র (মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম) কেন্দ্র অনুমোদন হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড