আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক এম মামুন রেজা (৬৫) আহত হয়েছেন। গত রবিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফারাকপুর এলাকায় সিএনজির ধাক্কায় অটোর যাত্রী দৈনিক সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম মামুন রেজা গুরুতর আহত হন।
মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী সাইদুর রহমান ও আহত সাংবাদিকের পরিবার জানান, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামের নিজ বাড়ী থেকে সাংবাদিক এম মামুন রেজা ব্যাটারি চালিত অটোর যাত্রী হয়ে দৌলতপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন।
তারাগুনিয়া-কায়মারী সড়কের ফারাকপুর নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা যাত্রীবাহী অটোকে ধাক্কায় দেয়। এ সময় অটো থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন সাংবাদিক এম মামুন রেজা। এরপর তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড