হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ফারুক মিয়া (৩৩) ও শাহজাহান আলী (৪৩)। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ফারুক মিয়া ভূরুঙ্গামারীতে একটি গ্যারেজে কাজ করে। সে রংপুর জেলার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের শামসুল হকের ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী ফারুক মিয়াকে ১৯০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারীকে আটক করা হয়। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড