মাহফুজ আলম প্রিন্স, রংপুর
রংপুরের মিঠাপুকুর থেকে এক কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) মিঠাপুকুর থানার শঠিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শঠিবাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোসা. গোলচেহেরা বেগম (৩২) এবং মোছা. রেজিয়া (৩৬) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হাতে থাকা একটি ব্যাগের ভেতর অভিনব কায়দায় লুকানো এক কেজি ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন জায়গায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানান গ্রেফতারকৃতরা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড