মো. শাকিল শেখ, আশুলিয়া (ঢাকা)
ঢাকার আশুলিয়ায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের বাসার তালা ভেঙে নগদ চার লাখ টাকাসহ স্বর্ণালংকারসহ জিনিস পত্র চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন তার বাসায় চুরি যাওয়ার ঘটনায় মামলা আশুলিয়া থানায় মামলা করবেন বলে জানান। এর আগে গত বৃহস্পতিবার দিনের বেলা আশুলিয়ার ডেন্ডাবরের উত্তরপাড়ায় গ্রেন্দ্র চন্দ্র ঘোষ সবুলের মালিকানাধীন আনোয়ার হোসেনের ভাড়া বাসায় চুরির ঘটনাটি ঘটে।
তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির আশুলিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত রয়েছেন।
সাংবাদিক আনোয়ার হোসেন জানান, ঘটনার দিন সকাল ১১টার দিকে তিনি পেশাগত কাজে বাসার বাইরে যান। কাজ শেষে বিকাল ৩টার দিকে বাসায় ফিরে মূল দরজা দরজা খোলা পান। বাড়ির নির্মাণকাজের জন্য ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি যায়। ভেতরে আরও একটি কক্ষের তালা ভাঙা ছিল। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আসলামুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড