শেখ শান্ত ইসলাম, খুলনা
খুলনায় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল হকের (৫৪) মৃত্যু হয়েছে।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আফিল গেট বাইপাস সড়কে বিকেএসপির সামনে দায়িত্ব পালনের সময় ট্রাক তাকে ধাক্কা দেয়।
নিহত পুলিশ সদস্য আবদুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামে।
খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, রাতে বিকেএসপির সামনে টহল দেওয়ার সময় একটি খালি ট্রাক এসআই আবদুল হককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে একটার দিকে তিনি মারা যান।
ওসি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেছেন, ময়নাতদন্তের জন্য আবদুল হকের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে খুলনা পুলিশ লাইনসের সামনে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড