সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে রায়গঞ্জের চান্দাইকোনা পিংকি পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ইমাম হোসেন (২৭) চাঁদপুর জেলার কচুয়া থানার করইশ গ্রামের মো. ছফিউল্যার ছেলে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংযুক্ত থাকার দায় স্বীকার করেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিকে মামলা দায়েরের মাধ্যমে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড