ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (যশোর)
যশোরের ঝিকরগাছার পল্লীতে সরকারি গাছ কর্তন ও আত্মসাতের দায়ে থানায় মামলা হয়েছে। বাঁকড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ আয়ুব হোসেন বাদী হয়ে সোমবার (৫সেপ্টেম্বর) দুপুরে মামলাটি দায়ের করেন।
মামলার আসামি হলেন, বাঁকড়া ইউপির মাটশিয়া গ্রামের মৃত. চাঁদ মল্লিকের ছেলে আঃ সাত্তার।
বিষয়টি নিশ্চিত করে ভূমি কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশ অমান্য করে গাছ কেটে আত্মসাৎ করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল হকের নির্দেশে এই মামলা দায়ের করা হয়েছে। কর্তনকৃত গাছের মূল্য আনুমানিক ৩০হাজার টাকা বলে তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড