• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ধামইরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  সাইফুল ইসলাম,ধামইরহাট (নওগাঁ)

০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭
বিএনপি

নওগাঁর ধামইরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আমাইতাড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফেরদাউস খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আবু বক্কর সিদ্দিকী নান্নু।

সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক বেলাল,অপর যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, সাবেক জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল,জেলা বিএনপির সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, জেলা ছাত্রদলের সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, বিএনপি নেতা আখলাকুর রহমান রতন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান, আখরাজুল ইসলাম চৌধুরী, মনোয়ারুল কায়সার বুলবুল, পৌর বিএনপির আহবায়ক নুরল ইসলাম,যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার,কামরুল হাসান চৌধুরী,মাসুদার রহমান জেলা মহিলা দলের সহসভাপতি বেলি খাতুন,ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি প্রকৌশলী কেএমএস মুসাব্বির শাফি,বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী শাহান,সাবেক প্যানেল মেয়র রেজুয়ান হোসেন,যুবদল নেতা তওহীদ হোসেন,সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড