• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে স্বামী-ভাসুরের নির্যাতন

  এমদাদুল হক লালন, বক‌শীগঞ্জ (জামালপুর)

০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:১১
গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে স্বামী-ভাসুরের নির্যাতন
নির্যাতনের শিকার গৃহবধূ (ছবি : অধিকার)

জামালপুরের বক‌শীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মা‌লিরচর জিগাতলা গ্রামে গৃহবধূ‌কে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের গৃহবধূ মাহমুদা (৩০) তার বাপের বাড়ী থেকে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ীতে গেলে তাকে গালিগালাজ করা হয়। এরপর তাকে ঘর থেকে টেনে-হেঁচড়ে বের করে বাড়ীর উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

মাহমুদা বলেন, আমার স্বামী আসাদুল, ভাসুর এরশাদ, সায়ুম ঘর থেকে আমাকে টেনে-হেঁচড়ে গাছের সঙ্গে বাঁধে এবং ঝাঁও শীলা ও জাহিদা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগীর স্বামী আসাদুলকে পাওয়া না গেলে তার ভাই বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছকে ঘটনাস্থলে পাওয়া যায়। তিনি বলেন, গত ২৩ আগস্ট তাকে তালাক দেয় আমার ভাই। কিন্তু তারা তালাকের কাগজ না নিয়ে আমার ভায়ের বাড়ীতে এসে আত্মহত্যার চেষ্টা করে। এরপর বাড়ীর লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু শরিফ বলেন, খবর পেয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড