নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আলা উদ্দিন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া গ্রামের পাঠে ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে হাটকালুপাড়া গ্রামের গ্রাম পুলিশ নাছেলের ছেলে আলা উদ্দিন ক্ষেতে সার প্রয়োগ করছিলেন। এ সময় হঠাৎ কালো মেঘ উঠে আসলেও আলা উদ্দিন জমিতে সার দিতে থাকে।
এমতাবস্থায় মেঘে বিজলি চমকাতে থাকে। এরপর তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বিষয়টি আমি অবগত আছি। ঘটনাটি আসলেই খুবই দুঃখজনক।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড