• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

  মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম (বগুড়া)

১৭ আগস্ট ২০২২, ১৮:০৪
পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
ফিলিং স্টেশনকে জরিমানা করা হচ্ছে (ছবি : অধিকার)

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করার দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার শিমলা বাজার ও পৌর এলাকার ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। অভিযানে চারটি ফিলিং স্টেশনের ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। এ সময় পরিমাপক যন্ত্রে কারচুপি করার প্রমাণ পাওয়ায় শিমলা বাজার এলাকায় চৌধুরী ফিলিং স্টেশনকে ৫০ হাজারা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত জানান, পরিমাপক যন্ত্রে কারচুপি করার প্রমাণ পাওয়ায় চৌধুরী ফিলিং স্টেশনকে ৫০ হাজারা জরিমানা করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড