সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনাকে ধিক্কার জানানো হয়।
দিবসটি উদযাপনে কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা, যুবলীগ সভাপতি জাবিদ মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, সাবু, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে ও সম্পাদক আহসান হাবীব পান্নুন সঞ্চালনায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তাগণ দেশবিরোধী সকল ষড়যন্ত্রের রাস্তায় মোকাবিলা করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড