আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে স্বামীর বোনদের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস লাগিয়ে মোজাহেদা মিনা (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি গৃহবধূর বাবার।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শ্বশুরবাড়িতে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ছয় মাস আগে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাঝিপাড়ার শিক্ষক নুরুল হুদার মেয়ে মিনার সাথে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের চাঁদের দিঘির পাড় এলাকার প্রবাসী মোহাম্মদ হারুনের বিয়ে হয়।
মিনার বাবা নুরুল হুদা বলেন, গত ছয় মাস আগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। স্বামীর পরিবারের আসার পর থেকে স্বামীর ছয় বোনের মানসিক নির্যাতনে অতিষ্ট ছিল আমার মেয়ে। তার অভিযোগ, মেয়েকে হত্যা করা হয়েছে।
পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড