• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর পাশবিকতায় অন্তঃসত্ত্বা কিশোরী

  সুমন খান, লালমনিরহাট

১৬ আগস্ট ২০২২, ১৪:৪৮
অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর পাশবিকতায় অন্তঃসত্ত্বা কিশোরী
পাশবিকতার শিকার কিশোরী (ফাইল ছবি)

লালমনিরহাট পৌরসভার উত্তর সাপ্টানা লাইনের পাড় এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনতাজ আলী (৬৬) নামে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ধর্ষক মনতাজ আলী উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কিশোরীর মা জানান, তারা পরিত্যক্ত রেল লাইনের ধারে বসবাস করছেন। দুই বছর আগে তার স্বামীর মৃত্যুর পর তিনি এক মেয়ে ও তিন ছেলেকে নিয়ে দুর্বিসহ জীবনযাপন শুরু করেন। দিনমজুরি কাজ করে তিনি সংসার চালাচ্ছেন।

এ দিকে দারিদ্র্যতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী প্রতিবেশী মনতাজ আলী তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে থাকেন। যে কারণে তাদের বাড়িতে ওই ব্যক্তির নিয়মিত যাতায়াত ছিল।

মনতাজ আলী সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। মনতাজ ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখায়, সে যেন এ বিষয়ে কাউকে কিছু না জানায়। এরই মধ্যে কিশোরীর শারীরিক অবস্থায় অসংগতি দেখা দিলে বিষয়টি জানাজানি হয়। পরে পরীক্ষা করে জানা যায়, কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীকে মা বলেন, আমরা খুব গরীব। এ ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। আমাদের দারিদ্র্যতার সুযোগ নিয়ে মনতাজ আলী আমার মেয়ের চরম ক্ষতি করেছে। আমি তার বিচার চাই।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযুক্ত ধর্ষক মনতাজ আলীতে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভিকটিমের মেডিক্যাল টেস্ট সম্পন্ন করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড