• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

সাপের কামড়ের আটদিন পর যুবকের মৃত্যু

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

১২ আগস্ট ২০২২, ০৯:০৩
সাপের কামড়ের আটদিন পর যুবকের মৃত্যু
নিহত যুবক মোরশেদ আলম (ফাইল ছবি)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাপের কামড়ের আটদিন পর মোরশেদ আলম (২৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত মোরশেদ আলম দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডী এলাকার আবু মুহুরি বাড়ির মৃত নুরুচ্ছফা মেম্বারের ছেলে।

নিহতের ভগ্নীপতি ওসমান আলী জানান, গত বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় মোরশেদ আলম দোহাজারী পৌরসভার সিটি সেন্টারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আগে সিঁড়ির নিচ থেকে একটি ইট সরানোর সময় তাকে সাপে কামড় দিয়েছে। তখন বাড়ির অন্যান্যরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বাঁধ দেন। এরপর পরিবারের লোকজন তাকে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্রান্ত স্থানে দুইটি দাঁতের চিহ্ন দেখে বিষধর সাপ ছোবল দিয়েছে ধারণা করে মোরশেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও জানান, সেখানে ৮দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসক মোরশেদকে রিলিজ দিলে তাকে বাড়িতে আনা হয়। সারা রাত সম্পূর্ণ সুস্থ থাকার পর বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় সে অসুস্থ বোধ করলে তাকে চমেক হাসপাতাল নেওয়ার পথে তিনি বেহুঁশ হয়ে যান। এরপর বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আকবর ফকির জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিহত মোরশেদের লাশ দাফন করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড