সারাদেশ ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর ৫নং ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর এরশাদনগর এলাকার সামছু মিয়ার ছেলে ইউসুব (২৮) ও একই এলাকার শান্তি মিয়ার ছেলে আনাস (২৫)।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক কাজী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে পলাতক আসামি শান্তি মিয়ার বাড়ি শান্তি ভিলার নিচে পরিত্যক্ত রুম থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড