আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে গাছ থেকে পড়ে আমিনুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আমিনুল গড়দুয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মকবুল আলী গাজী বাড়ীর মৃত আজিজুর রহমানের পুত্র। নিহত ব্যক্তি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে দিনমজুরের কাজে পার্শ্ববর্তী ইউনিয়নের মেখল আনন্দবাজার এলাকায় গাছ কাটতে উঠে। দুপুর দেড়টার দিকে হঠাৎ পা পিছলে প্রায় ৪০ ফুট উপর থেকে পড়ে যায়। তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়।
দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসে। হঠাৎ রাতে ও সকালে বমি হয়। আবারও হাসপাতালে নেওয়ার মুহূর্তে সে মারা যায়।
উল্লেখ্য, তার মৃত্যুতে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। এদিন আসরের নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড