মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলায় সুমন রায় (১৮) ও রত্না রানী সরকার (১৪) নামে দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজাগাঁও ইউনিয়নের সুমন রায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর সেই খবরটি শুনে ঘটনার দেড় ঘণ্টা পর রত্না রানী তার নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মৃত রত্না রানী সরকার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাজারামপুর গ্রামের বিনয় সরকারের মেয়ে। সে দারাজগাও হামিদ আলি খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
অপর দিকে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটিয়াডাঙ্গী গ্রামের রবিন রায়ের ছেলে সুমন রায়। সে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পৃথক দুটি আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম। তিনি বলেন, বেলা বারোটার দিকে ছেলেটির আত্মহত্যার খবর পাই। এরপর দুপুর দেড়টার দিকে মেয়েটির আত্মহত্যার খবরও পাই। খবর পাওয়ার পর আমি তাদের বাসায় যাই। ঠিক কি কারণে তারা আত্মহত্যা করলেন এটি এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে কিছু না কিছু যোগসূত্র-তো আছেই। সেটা প্রেম-ঘটিত হতে পারে বা আলাদা কিছুও হতে পারে।
তিনি আরও বলেন, ঘটনার পর দুজনের মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ দিকে স্থানীয়দের দাবি, প্রেম-ঘটিত কারণে হয়তো প্রেমিকের আত্মহত্যার খবর শুনে প্রেমিকার আত্মহত্যা করে থাকতে পারেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড