ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (যশোর)
যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রফিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের সোনাকুড় শেখপাড়ার জামতলা মোড়ে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এ সময় নিহত ব্যক্তি নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে সাদিপুর বকুলতলা বাজারে যাচ্ছিলেন। তখনই দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থালেই নিহত হয়।
মোটরসাইকেলটির চালক ও আরোহী ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হন। তারা হলেন- রঘুনাথনগর গ্রামের আব্দুল আজিজের পুত্র হাসিবুল (১৫) ও হাফিজুর রহমানের পুত্র আরাফাত (১৪)।
আহতরা পুলিশ হেফাজতে বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রিয়াজুল ইসলাম জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড