মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত নৌকা ও জাল নিলামে বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র জব্দকৃত এ মালামাল নিলামে তোলে।
তিনমাস ১৫দিন যাবৎ কাপ্তাই হ্রদে মাছ প্রজননের জন্য সকল ধরনের মাছ শিকার, আহরণ ও বিক্রয় নিষেধাজ্ঞা করা হয়। বন্ধকালিন কিছু অসাধু মৎস্য শিকারি হ্রদে অবৈধভাবে মাছ শিকার করে। অবৈধ মাছ শিকারের সময় বিএফডিসি অভিযান চালিয়ে ১৯টি নৌকা, একটি ইঞ্জিন বোট, তিনটি মাছ ধরার বড়শি ও দুই হাজার মিটার জাল জব্দ করে। পরবর্তীকালে জব্দকৃত মালামাল নিলামে এক লাখ ১০ হাজার ৯৯২ টাকা বিক্রয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম, কাপ্তাই উপকেন্দ্র প্রধান মো. মাসুদ আলম ও নৌ পুলিশ উপ পরিদর্শক মো. আশরাফুলসহ অনেকে।
কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মাসুদ আলম জানান, তিনমাস নিষেধাজ্ঞা কালীন অবৈধভাবে মাছ শিকার করার দায়ে জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড