মোহাম্মদ আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার (বান্দরবান)
বান্দরবানে স্কুল শিক্ষককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মো. আবু হানিফের আদালত এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হলেন- হ্লাসিং মং মারমা। তিনি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের উজানীপাড়ার ক্যঅংপ্রু মারমার ছেলে।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, আসামি হ্লাসিং মং মারমা ২০১৭ সালের ২৬ জুলাই রুমা উপজেলার উজানীপাড়া রাস্তার ঢালুতে স্কুল শিক্ষক নুশৈমং মারমাকে পূর্বপরিকল্পিতভাবে মারধর ও গুলি করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই মংরে মারমা বাদী হয়ে রুমা থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় অপর তিন আসামির মধ্যে একজন মারা যান। অপর দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড