শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের শ্রীবরদীতে সাতশ ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনের পাঁকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কুরুয়া এলাকার আবুল কাশেম তালুকদারের ছেলে মো. রুহুল আমিন (৩২) ও ভারেরা এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে মো. বিল্লাল হোসেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শ্রীবরদী উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনে অভিযান চালায়। এ সময় পাঁকা রাস্তার উপর থেকে দুই মাদক কারবারি মো. রুহুল আমিন ও মো. বিল্লাল হোসেনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে সাতশ ৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৩২ হাজার পাঁচশ টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড