কাজী কামাল হোসেন,নওগাঁ
ডলারের দাম প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে চাল আমদানি করে বিপাকে পড়েছে নওগাঁর ধান-চাল ব্যবসায়ীরা। লেটার অব ক্রেডিট বা এলসির মাধ্যমে চাল আমদানী করতে গিয়ে বিপুল পরিমানের লোকসানের আশংকায় ভারত থেকে আপাতত চাল আনা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা ভারত থেকে চাল আনবেন না। ডলারের দাম উর্ধ্বমুখি থাকায় ইতিমধ্যে ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানীতে নিরুৎসাহীত হয়ে পড়েছেন।
জানা গেছে, ইরি বোরো মওসুমে দেশে ধানের উৎপাদন ব্যহত হওয়ায় চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষে সরকার ভারত থেকে চাল আমদানীর সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে লক্ষ লক্ষ টন চাল আমদানীর জন্য এলসি করেছে সারাদেশের প্রায় শতাধিক চাল ব্যবসায়ী। কিন্তু আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশী এবং প্রতিদিন ডলারের দাম বৃদ্ধির কারণে চালের আমদানি বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। নওগাঁর ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে নওগাঁর বাজারে চালের যে দামে চাল বিক্রি হচ্ছে; তা আমদানীকৃত চালের চেয়ে কম। আমদানীকৃত চাল নওগাঁর বাজারে এসে পৌছালে চালের দাম স্থানীয় উৎপাদনের চালের চেয়ে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেশী পড়বে বলে ধারণা করা হচ্ছে। আর এ কারণে যে সকল ব্যবসায়ীরা প্রথম বার চাল নিয়ে এসেছে তাদের মধ্যে আর পরবর্তীতে চাল আমদানি না করার আশংকা দেখা দিয়েছে।
নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, সরকার চালের বাজার নিয়ন্ত্রনে রাখতে ইতিমধ্যে লক্ষ লক্ষ টন চাল ভারত থেকে আমাদানীর অনুমতি দিয়েছে। কিন্তু এ পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে মাত্র ৫ থেকে ৬ হাজার মেট্রিক টন চাল দেশে এসে পৌছেছে। ভারত থেকে চাল আসার ধীর গতির কারণ হিসেবে তিনি বলেন, এখন ভারতের বাজারেই চালের দাম বেশী, আমাদের দেশে ডলার ক্রাইসিসের কারনে ডলারের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারনে যে চাল ১০ দিন আগে ৯৪/৯৫ ডলারে এলসি করা হয়েছে তা এখন বাংলাদেশে ১০২ থেকে ১০৪ টাকায় পরিশোধ করতে হচ্ছে। এতে আমদানীকৃত চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। নওগাঁর মফিজ উদ্দিন অটোমেটিক রাইস মিলের সত্বাধিকারী মো. তৌফিকুল ইসলাম বাবু জানান, নওগাঁসহ দেশের বিভিন্ন জেলার চাল ব্যবসায়ীরা ভারত থেকে চাল আনার জন্য ইতিমধ্যে এলসি করেছে। কিন্তু গত ৭ থেকে ১০ দিনের ব্যবধানে ডলারের মুল্যের যে উধ্বগতি তাতে এলসির চাল দেশে আসার পর ব্যাংকে পেমেন্টে করার সময় অতিরিক্ত পেমেন্ট গুনতে হবে। আর এর প্রভাবটা চালের উপর পড়বে। এতে চালের দাম বৃদ্ধি পাবে। যদি ডলারের বাজার স্থিতিশীল না হয় তাহলে যে সকল ব্যবসায়ীরা প্রথম বার চাল নিয়ে এসেছে তারা আর পরবর্তীতে চাল আমদানী না করার আশংকা দেখা দিয়েছে।
নওগাঁর চাল আমদানীকারক এসএস অটোমেটিক রাইস মিলের সত্বাধিকারী মো. মোতাহার হোসেন পলাশ বলেন, মূলত আমরা পাশ্ববর্তী ভারত থেকে আমরা যে চাল আমদানি করি। কিন্তু বর্তমানে ভারতে চালের দাম বেশী হওয়ায় এলসির অনুমতি পাওয়ার পরেও আমাদের হিসাব করতে হচ্ছে যে, বর্তমান বাজারে ভারতে যে চালের দাম সে দামে চাল নিয়ে আসা যাবে কিনা। আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের দেশে ডলারের যে উর্ধ্বগতি তাতে ভারত থেকে চাল এসে কত ডলারে পেমেন্ট করতে হবে তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছি। এলসির চাল আনার পর বেচাকেনা করার পরে যদি দেখা যায় ডলারের দাম অনেকখানি বেড়ে গেছে তাহলে আমাদের পক্ষে ওই লোকসানটা পূরুন করা সম্ভব নয়। এটাকে আমরা বিশাল একটা রিস্ক মনে করছি। কারন আমদানী করতে যেয়ে আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখিন হতে পারি। এ কারনে অনুমতি পাওয়ার পরেও চালের এলসি ওপেন করতে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে।
নওগাঁ জেলা ধান্য চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, আমদানী খুলে দেয়া হয়েছে। কিন্তু আমদানীর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে ডলারের দাম নিয়ে। ৯৪ ডলারে যে এলসি গুলো হচ্ছে, এ গুলোর বিল যখন আসতেছে তখন পেমেন্টের সময় সেটা ১০০ থেকে ১০২ ডলার পেমেন্টে করতে হচ্ছে। ফলে ৯৪ ডলাওে চাল নিয়ে এসে আমরা যে পরতা করে বিক্রি করবো দেখা যাবে ১০২ ডলারে যখন বিল পেমেন্ট করা হবে তখন প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে। এইযে, ডলারের বাজারের যে অস্তিরতা তার কারনে ব্যবসায়ীরা চাল আমদানি করতে উৎসাহ হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, ভারতসহ আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যেও দাম বেশী। ফলে ভারতের বাজারে খাদ্যপণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। ফলে এলসির চাল আমদানি করে নিয়ে এসে আমাদের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। যার কারণে এলসি ওপেন করা থাকলেও আমরা ভারতের ব্যবসায়ীদের সীমান্ত দিয়ে চাল পাঠাতে নিষেধ করে দিচ্ছি। যে আপাতত আপনারা চাল লোড করবেন না। প্রকৃতপক্ষে ডলারের দাম স্থিতিশীল না হওয়া ব্যবসায়ীরা নির্দিষ্ট যে পরিমানের চাল ভারত থেকে আমদানী করার যেটা আশা করছি তা আমদানী হবে না।
জানা গেছে, নওগাঁ থেকে ৭/৮ জন চাল ব্যবসায়ী ভারত থেকে লেটার অব ক্রেডিট বা এলসির মাধ্যমে চাল আনার অনুমতি সরকারের কাছে থেকে পেলেও অধিকাংশ ব্যবসায়ীরাই এখনো পর্যন্ত চাল আমদানীর জন্য এলসি না করে ভারতের বাজার এবং ডলারের দাম পর্যবেক্ষন করছেন। ২/১ জন ব্যবসায়ী ভারত থেকে চাল আনার জন্য এলসি করলেও এখনো পর্যন্ত নওগাঁ চাল এসে না পৌছানোর কারণে আমদানীকৃত চালের দাম প্রকৃতপক্ষে কত হবে, আমদানী করে লাভ হবে না কি লোকসান হবে তা বলা যাচ্ছে না। নওগাঁর ব্যবসায়ীরা বলছে, এলসির মাধ্যমে আনা চালের চেয়ে স্থানীয় উৎপাদিত চালের দাম কম হওয়ায় এবারে ভারত থেকে চাল আমদানি না হওয়ার আশংকা থেকেই যাচ্ছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড