মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক-হ্যালোবাইক সংঘর্ষে নানী আফসানা (৬৫) ও ৫ মাস বয়সী নাতি রায়হান নিহত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর-সিরাজপুর সড়কের মূলবর্গ এলাকায় দুর্ঘটনাটি ঘটে । নিহত নানী আফসানা ঢাকার জিনজিরা ও নাতি রায়হান উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।
স্থানীয়রা জানান, সিরাজপুর হাসপাতাল থেকে অটোরিক্সাযোগে মানিকনগরের বাড়ি ফিরছিলেন তারা। মূলবর্গ এলাকায় আসলে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নানী-নাতি নিহত হন ।
সিংগাইরের শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে । ঘাতক ট্রাক ও অটোরিক্সা পুলিশের হেফাজতে নেয়া হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড