মোস্তাকিম আল রাব্বি সাকিব, মনিরামপুর (যশোর)
যশোরের মণিরামপুরে হারপিক পান করে ফারজানা (১৪) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে নিজ বাড়িতে সে হারপিক পান করে। বুধবার (২ আগস্ট) ভোর চারটার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ফারজানা খাতুন মণিরামপুর উপজেলার রুপাসপুর গ্রামের প্রবাসী বাবলু সরদারের মেয়ে।
নিহত স্কুলছাত্রীর ভাই আবু সাঈদ জানান, মায়ের ওপর অভিমান করে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে হারপিক পান করে আত্মত্যার চেষ্টা করে। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস তার মৃত্যু নিশ্চিত করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরই আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর জেনারেল হাসপাতালে ফারজানা খাতুন নামে এক স্কুলছাত্রী মারা গেছেন। একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড