নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে মাদক, ওয়ারেন্ট ও মারামারিসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার (৩ আগস্ট) নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন- উপজেলার শিমুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে শাওন হোসাইন, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশিক আলী, সাহাগোলা গ্রামের মৃত মোবারক খামারুর ছেলে সাজু খামারু।
ওয়ারেন্টভুক্ত মামলার আসামি হলেন- গোয়ালবাড়ী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আজিজুল ইসলাম ও তার স্ত্রী মোছা. আরজিনা। এছাড়া মারামারি মামলার আসামিরা হলেন- উপজেলার বড়াইকুড়ি গ্রামের মৃত আশেক আলীর ছেলে ইসাহক আলী ও রেজাউল ইসলাম।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক, মারামারি ও ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড